Somatic symptom disorder
Somatic symptom disorder

আমরা ভাবি মানসিক সমস্যার প্রকাশ শুধুমাত্র ব্রেইনের মাধ্যমেই হবে। অথবা মন খারাপ থাকবে এমন। কিন্ত আমরা প্র্যায় ই ভুলে যাই যে আমাদের শরীর এবং মন দুইটাই অবিচ্ছেদ্য। এরা একে অপরের সাথে এমন ভাবে জড়িত যে আপনার যদি মন খারাপ হয় অথবা দুশ্চিন্তা হয় তার প্রকাশ আপনি শারীরিকভাবেও দেখবেন। মানসিক অশান্তির সিগ্ন্যাল দেয় আমাদের শরীর।

ঠিক এমন ই এক রোগ নিয়ে আজকে কথা বলবো যেখানে ব্যক্তি এমন ভাবে তার শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকে যে ভাবে সমস্যাটা আসলেই শরীরের আর তার হয়তো এই অসুখ সহজে যাবে না। এই ধরণের রোগে অনেক সময় হাত-পা ব্যথা করে, বুকে চাপ লাগে, হাত-পা চাবায়, ঘুম আসে না, মাথা ব্যথা করা, বুকে ব্যথা করে, এমন কি অনেক সময় ত্বকে এলারজি জাতীয় রোগ হওয়া।

এই ধরনের রোগে ব্যক্তি অনেক ডাক্তার দেখান, বার বার ডাক্তার চেঞ্জ করেন কিন্ত কোনো রোগ এবং তার কারন খুঁজে পাওয়া যায় না।

এমন কিছু হলে সবার আগে অব্যক্ত কোনো মানসিক যন্ত্রণা, কোন চাপ, হতে পারে অফিসের কিংবা বাসার কোনো ঝামেলা, দীর্ঘদিন পুষে রাখা কোন কষ্ট বা ট্রমা আছে কি না খুঁজে বের করতে হবে।

Moner Jotno